আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি গুজব

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বাংলাদেশি শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, যেই ওয়েবসাইট থেকে ভিসা বন্ধের খবর ছড়িয়েছে সেটি ইউএই সরকারের কোনো সরকারি ওয়েবসাইট নয়।

বাংলাদেশসহ মোট ৯ দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর প্রথমে ১৭ সেপ্টেম্বর ইউএই ভিসা অনলাইন’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরপর শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিসা নিষেধাজ্ঞার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলেও, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস বলছে ভিন্ন কথা।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাপ্তাহিক ছুটি শেষে এ বিষয়ে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

  • আরব আমিরাত ভিসা
  • ইউএই ভিসা
  • গুজব
  • দুবাই ভিসা