বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও ওয়ার্ক ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। পাশাপাশি, এই ৯ দেশের নাগরিক যারা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে চায়, তাঁরাও এর আওতায় পড়বেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ইউএইভিসা অনলাইন ডট কম।
ইউএই সরকার এই ভিসা নিষেধাজ্ঞার পেছনে বিস্তারিত কারণ প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এর সম্ভাব্য কারণগুলো হতে পারে:
তবে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অস্থায়ী এবং নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়নের ভিত্তিতে এটি পুনর্বিবেচনা করা হতে পারে।
ইউএই ইমিগ্রেশন কর্তৃপক্ষের সার্কুলারের তথ্য অনুযায়ী, কিছু নির্দিষ্ট দেশের নাগরিকরা বর্তমানে ইউএই টুরিস্ট ভিসা ও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারছেন না। নিষিদ্ধ দেশগুলোর মধ্যে রয়েছে:
১।আফগানিস্তান
২।লিবিয়া
৩।ইয়েমেন
৪।সোমালিয়া
৫।লেবানন
৬।বাংলাদেশ
৭।ক্যামেরুন
৮।সুদান
৯।উগান্ডা
এই ভিসা নিষেধাজ্ঞা ইউএই-এর কূটনৈতিক সম্পর্ক এবং প্রবাসী সম্প্রদায়ের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। যেমন—
ইউএই যখন এই নিষেধাজ্ঞা তুলে নেবে, তখন নিষিদ্ধ দেশগুলোর নাগরিকরা নিম্নলিখিত সুযোগ পাবে:
২০২৬ সালে ইউএই-এর ভিসা নিষেধাজ্ঞার তালিকায় বর্তমানে ৯টি দেশ রয়েছে, যাদের নাগরিকরা ইউএই ভিসার জন্য আবেদন করতে পারছেন না। ইউএই সরকার এখনও নিষেধাজ্ঞা কখন তুলে নেওয়া হবে তা নিশ্চিত করেনি, তবে এটি অস্থায়ী হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই বৈধ ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নাগরিকরা এই নিষেধাজ্ঞার প্রভাব থেকে অব্যাহতি পাচ্ছেন।