আকাশযানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে সরকার।
অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম ৪.৭৫ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম ৫.৫২ শতাংশ হারে বেড়েছে।
নতুন এই দর গতকাল সোমবার রাত ১২টা থেকে কার্যকর হয়।
এর আগে বিইআরসি কার্যালয়ে এ বিষয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি গ্রাহকদের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৩.৫৭ টাকা থেকে বাড়িয়ে ৯৮.২০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতাদের ক্ষেত্রে প্রতি লিটার দাম ০.৬০৬৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬৪০১ ডলার করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ মূল্যবৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ ভাড়ায় সামান্য বৃদ্ধি হতে পারে।
জানা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রতি বছর প্রায় ছয় লাখ মেট্রিক টন জেট ফুয়েল আমদানি করে, যা দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনের চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। এর পাশাপাশি, একটি দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান কনডেনসেট পরিশোধনের মাধ্যমে স্বল্প পরিমাণে জেট ফুয়েল উৎপাদন করে এবং তা বিপিসিকে সরবরাহ করে।