থার্ড টার্মিনাল চালু করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: বেবিচক চেয়ারম্যান

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, এই মুহূর্তে থার্ড টার্মিনাল চালু করাই বড় চ্যালেঞ্জ। আমি এখানে যোগদান করার পরপরই সব পক্ষের সঙ্গে এ নিয়ে অনেক বৈঠক করেছি। সবারই স্বার্থ রক্ষা করে টার্মিনালটি চালু করাই আমার প্রধান লক্ষ্য। দ্রুততার সঙ্গে যেন টার্মিনাল চালু করা যায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বেবিচক সদর দপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বেবিচক চেয়ারম্যান হিসেবে এটি তার সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা।  

বেবিচক চেয়ারম্যান বলেন, এখন সকলের নজর থার্ড টার্মিনালের দিকেই। তাই এটিকে দ্রুত চালু করাই বর্তমানে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বেবিচক চেয়ারম্যান বলেন, বেবিচকে যে দুর্নীতি হয় না, এটি আমি বলব না। এটি অস্বীকার করার উপায়ও নেই। কিন্তু এগুলো রোধে কার্যকর ব্যবস্থা থাকবে। আমার চোখের সামনে দিয়ে কোনও ধরনের দুর্নীতি বা কেউ দুর্নীতি করে পার পাবে না। আমরা সৎ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত চালু হবে। অবকাঠামোগত কাজ এখনও কিছু বাকি আছে। এগুলো চলমান রয়েছে।

মিডিয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে মিডিয়ার গুরুত্ব অনেক বেশি। আমরা একে-অপরের হয়ে দেশের স্বার্থ রক্ষা করে কাজ করতে চাই। এ জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা করি। মতবিনিময় সভায় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • থার্ড টার্মিনাল
  • বেবিচক চেয়ারম্যান