টেক ট্রিপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে
টেক ট্রিপ লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করলো ইউএস-বাংলা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টেক ট্রিপ লিমিটেড। গতকাল ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

প্রতিষ্ঠার পর থেকে স্বল্প সময়ের মধ্যেই টেক ট্রিপ লিমিটেড বাংলাদেশের ট্রাভেল মার্কেটে একটি প্রধান অনলাইন ট্রাভেল এজেন্ট (OTA) হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। বর্তমানে ৪,৫০০+ এর বেশি ব্যবসায়িক গ্রাহককে (B2B ক্লায়েন্ট) সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

টেক ট্রিপ লিমিটেড এর পক্ষ থেকে জানা যায় তাদের গ্রাহকদের সেরা মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি তারা ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় প্রযুক্তিগত সুবিধা প্রদান করে। এর মধ্যে রয়েছে এনডিসি এবং এমিরেটস, তুর্কি এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রা, এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই, সালাম এয়ারের মতো এয়ারলাইন্সগুলোর সরাসরি এপিআই।

প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে টেক ট্রিপ টিম তাদের এয়ারলাইন পার্টনার এবং সম্মানিত অতিথিদের নিয়ে এক বর্ণাঢ্য আয়োজন উদযাপন করেছে।

-প্রেস রিলিজ

  • Take Trip
  • টেক ট্রিপ