রোটারি ক্লাব অব বনানীর সহায়তায় ২৫ জনের ছানি অপারেশন

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

ঢাকার বনানী ক্লাবের হলরুমে রোটারি ক্লাব অব বনানী এর সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই (শনিবার) ক্লাবের প্রেসিডেন্ট এর সভাপতিত্বে ২য় এ বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান খন্দকার এ মুবিন এতে সভাপতিত্ব করেন এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান জয়নাল আবেদীন চঞ্চল সভা পরিচালনা করেন। এছাড়াও রোটারি ক্লাব অব বনানী ঢাকার বোর্ড সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এসময় জুলাই মাসের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা হয়।

সভায় রোটারিয়ান অধ্যাপক ডা: ওবায়দুল্লাহ খান ষাট জন দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে ছানি অপারেশন এর প্রজেক্ট টি বিস্তারিত তুলে ধরেন। যেখানে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আমেনা মজিবর রহমান ফাউন্ডেশন যৌথভাবে এ প্রজেক্ট সম্পন্ন করবে।

সর্বসম্মতিক্রমে প্রজেক্ট টি পাস হয় এবং প্রথম পঁচিশ জন দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে চেক তুলে দেওয়া হয় আমেনা মজিবর রহমান ফাউন্ডেশন এর পক্ষে রোটারিয়ান অধ্যাপক ডা: ওবায়দুল্লাহ খান এ চেক গ্রহন করেন।

উল্লেখ প্রতি বছর রোটারি ক্লাব বনানী ঢাকা পঞ্চাশ থেকে ষাট জন দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে কাজ করে চলেছে।

  • রোটারি