শুরু হলো চেক ইন -এর ফটো কনটেস্ট

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১২ মাস আগে

ভ্রমণপ্রেমীদের জন্য ফটো কনটেস্ট -এর আয়োজন করেছে ভ্রমণবিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া চেক ইন। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ফটো কনটেস্টে সুযোগ থাকছে আপনার তোলা প্রিয় ছবি আর তার পেছনের গল্প তুলে ধরার । প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ সময় ১৫ জানুয়ারি, ২০২৫।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট এবং ছুটি রিসোর্ট কক্সবাজারে ২ দিন ১ রাতের প্যাকেজ। দ্বিতীয় পুরস্কারেও থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট। তৃতীয় বিজয়ী ২ জন পাবেন ছুটি রিসোর্ট গাজীপুরে ডে লং প্যাকেজ। এ ছাড়াও সেরা ১০ প্রতিযোগী সার্টিফিকেট পাবেন চেক ইন এর পক্ষ থেকে।

ছবিগুলো জমা দিতে হবে নিচের ক্যাটাগরিগুলোতে:
লাইফস্টাইল, হেরিটেজ, ফেস্টিভ্যাল, ন্যাচার অ্যান্ড ল্যান্ডস্কেপ, ওয়াইল্ডলাইফ, ডেস্টিনেশন, রিলিজিয়াস ট্যুরিজম, অ্যাভিয়েশন।

জমা দেওয়ার নিয়ম
ছবিটি মেইল করতে হবে checkinbdofficial@gmail.com ঠিকানায়। সাথে উল্লেখ করতে হবে ছবির ক্যাটাগরি, একটি শিরোনাম, ছবির পেছনের গল্প (১০০-৩০০ শব্দে), নাম, মোবাইল নম্বর এবং ব্যবহৃত ডিভাইসের মডেল। প্রতিযোগী প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ একটি ছবি জমা দিতে পারবেন।

প্রত্যেকটি ছবি চেক ইন এর ফেসবুক পেজে আপলোড করা হবে। দর্শকদের লাইক, কমেন্ট ও শেয়ার (৪০ নম্বর) এবং জুরি বোর্ডের রায় (৬০ নম্বর) মিলিয়ে বিজয়ী নির্বাচন করা হবে।

ভ্রমণ আর ছবির গল্পকে সবার মাঝে ছড়িয়ে দিতে চেক ইন ফটো কনটেস্ট ২০২৪-এর আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

  • Photo Contest
  • ছবি প্রতিযগিতা
  • ফটো কনটেস্ট
  • ফটো কন্টেস্ট