বাপার নেতৃত্বে ক্যাপ্টেন বাসিত মাহতাব ও ক্যাপ্টেন সাদাত জামিল

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা) এর নতুন কমিটি গঠিত হয়েছে।নতুন কার্যনিবার্হীর সভাপতি পদে ক্যাপ্টেন মো. আব্দুল বাসিত মাহতাব এবং সাধারণ সম্পাদক পদে ক্যাপ্টেন সাদাত জামিল নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নতুন কমিটির ফলাফলে ১৩ সদস্যবিশিষ্ট এক কমিটি ঘোষণা করা হয়।পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন–সহসভাপতি ক্যাপ্টেন মো. মেহেদি হাসান, কোষাধ্যক্ষ ক্যাপ্টেন মুন্তাসির মাহবুব, যুগ্ম-সচিব (প্রশাসন) ক্যাপ্টেন মানব দিপ্ত, যুগ্ম-সচিব (অপারেশনস) ফার্স্ট অফিসার ইশতিয়াক আহমেদ, যুগ্ম-সচিব (সাম্প্রতিক বিষয়াবলি) ক্যাপ্টেন আতিয়াব জুবায়ের জাফর, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. সোলাইমান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মহসিন কামাল, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার শামির উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবু জাফর মাহমুদ রাফসান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. রুবাব ইসলাম খান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবদুল্লাহ আল নোমান।

উল্লেখ্য, “বাপা” বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (ইফালপা) এর একটি সক্রিয় সদস্য।এছাড়াও এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে থাকে।