রোটারি ক্লাব অব বনানীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

রোটারি ক্লাব অব বনানীর নব নির্বাচিত প্রেসিডেন্ট খন্দকার এ মুবিন দায়িত্ব গ্রহণ করেছেন। ১২ জুলাই  (শনিবার) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ঢাকার বনানী ক্লাবের হলরুমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট হিসেবে খন্দকার এ মুবিন সভাপতিত্ব করেন।রোটারি ক্লাব অব বনানী ঢাকার সকল সদস্য এই অনুষ্ঠানে যোগদান করেন।

এসময় রোটারি ক্লাব অব বনানী ঢাকার সকল সদস্যদের তরফ থেকে বিদায়ী প্রেসিডেন্টকেও ফুলের শুভেচ্ছা জানানো হয় পরে রোটারিয়ান আবুল কালাম আজাদ এর ইনভোকেশন পাঠ করার মাধ্যমে ২০২৫- ২০২৬ সালের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দায়িত্ব গ্রহণের পর খন্দকার এম এ মুবিন আগামী এক বছরের পরিকল্পনা উপস্থাপন করেন এবং নব নির্বাচিত কমিটির সদস্যগনকে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে ক্লাব সেক্রেটারি জয়নাল আবেদীন আগামী এক বছরের জন্য সমস্ত সদস্যদের কাছে দোয়া ও সহোযোগিতা কামনা করেন।

এরপর রোটারিয়ান এম এ জাকারিয়া, রোটারিয়ান মো: ওবায়দুল্লাহ খান, রোটারিয়ান আব্দুল মান্নান, রোটারিয়ান ইসমত আরা চৌধুরী ও রোটারিয়ান ইয়ামীর আহমেদ তাদের মুল্যবান মতামত তুলে ধরেন।

এসময় রিপশা টিমের এসিস্ট্যান্ট কোওর্ডিনেটর মো: এনামুল হক কনক নব নির্বাচিত প্রসিডেন্ট ও সেক্রেটারিকে রোটারির ব্যাচ পরিয়ে দেন।

সবশেষে নব নির্বাচিত প্রেসিডেন্ট সবাইকে নিয়ে কেক কাটেন এবং  ডিনার এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • রোটারি