কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সরকারের প্রজ্ঞাপন

লেখক: তৌফিকুল ইসলাম আশিক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা থেকে ২৭ অক্টোবর (সোমবার) স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ নির্দেশনা জারি করা হয়। পত্রে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পূর্ব পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণ (Emergency/Diversion) এর ক্ষেত্রেও ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছিল। প্রাথমিকভাবে জানা যায় আন্তর্জাতিক হওয়ার শর্তপূরণ না করা, বিদেশি এয়ারলাইন্সের সাড়া না দেওয়া এবং বেবিচকের কিছু কর্মকর্তার অদক্ষতা ও গাফিলতির কারণে এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে চলতি বছরের মধ্যে কক্সবাজার থেকে আদৌ কোনো ফ্লাইট চলাচল শুরু হবে কিনা, তা নিয়েই এখন বড় সংশয় তৈরি হয়েছে।